বিজেপির কার্যালয়ে ভাঙচুর, তিপ্রা মথার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে শরিক দল তিপ্রা মথার সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীররাতে একদল দুষ্কৃতী কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠছে। বিজেপির দাবি, অভিযুক্তরা তিপ্রা মথার সক্রিয় সমর্থক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিপুরার  খুমলুঙ পার্ক সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিপ্রা মথার তিন কর্মী। সেই সময় বিজেপি কার্যালয়ের সামনে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে কোনো একটি কারনে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়। এর জেরেই একদল উত্তেজিত তিপ্রা সমর্থক দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়, পাশাপাশি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিও ভেঙে ফেলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় তিপ্রা মথার তিন কর্মী আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *