স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, অবশেষে গ্রেফতার স্বামী

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : ত্রিপুরার কৈলাসহরে স্ত্রীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত স্বামী। কৈলাসহর মহিলা থানার ওসি রিপ্তা ভট্টাচার্য জানিয়েছেন, গত ২০ ফেব্রুয়ারি ইরানি থানার অন্তর্গত ইয়াজিখাওরা এলাকার বাসিন্দা আব্দুল জালাল তাঁর শ্বশুরবাড়ি কৈলাসহরের পাখিরবাদা এলাকায় গিয়ে নিজের স্ত্রী রুকিয়া বেগমের ওপর দা দিয়ে প্রাণঘাতী হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, সেদিন আব্দুল জালাল বাইকে করে শ্বশুরবাড়িতে গিয়ে আচমকাই ধারালো দা দিয়ে রুকিয়ার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রুকিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাইকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল জালাল। দীর্ঘদিনের চেষ্টার পর গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কৈলাসহরের কুবঝার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ।

স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, অবশেষে গ্রেফতার স্বামী

বৃহস্পতিবার দুপুরে জালালকে জেলা সিজেএম আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Author

Spread the News