কেশব স্মারকের ওয়েলনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী কৌশিকের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : শিলচর দুর্গাপল্লীর বিষ্ণুপুরে কেশব স্মারক সংস্কৃতি সুরভির ওয়েলনেস সেন্টারের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী কৌশিক রায়।বৃহস্পতিবার উত্তর কৃষ্ণপুরের তৃতীয় খন্ডের কেশব স্মারক সংস্কৃতি সুরভীর সুস্থতা কেন্দ্রের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হয় মন্ত্রীর হাত দিয়ে। এদিন এই সুস্থতা কেন্দ্রের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় সহ কাছাড় জেলার অতিরিক্ত জেলা আয়ুক্ত অনুরাগ ঠাকুর, আরএসএসের দক্ষিণ অসম প্রান্তের প্রান্ত সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী, দক্ষিণ অসম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, কেশব স্মারক সংস্কৃতি সুরভীর সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, শিলচর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান মঞ্জুর দেবের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

স্বাগত বক্তব্যে শুভ্রাংশু শেখর ভট্টাচার্য কেশব স্মারক সংস্কৃতি সুরভীর সেবা কাজের বিষয়টি বিস্তারিত ভাবে তুলে ধরেন।আরএসএসের দক্ষিণ অসম প্রান্তের প্রান্ত সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী বলেন, আরএসএস সংগঠন কেবল হিন্দুদের স্বার্থে কাজ করে না, সমগ্ৰ সমাজের স্বার্থে কাজ করে যাচ্ছে, দু:স্থ ও পীড়িতদের জন্য কাজ করে যাচ্ছে। দক্ষিণ অসম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় বলেন,দেশ ও জাতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে সুদীর্ঘ বছর থেকে কাজ চালিয়ে যাচ্ছে প্রচারবিমুখ ভাবে, জনকল্যাণ মধ্যেই নিহিত রয়েছে দেশের কল্যাণ।এই ওয়েলনেস সেন্টারের মাধ্যমে এই বসবাসকারীদের চিকিৎসার দিক দিয়ে আমূল পরিবর্তন ঘটবে।

কেশব স্মারকের ওয়েলনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী কৌশিকের
বক্তব্য রাখছেন মন্ত্রী কৌশিক রায়।

এডিসি অনুরাগ ঠাকুর বলেন, সরকার ও জেলা প্রশাসন সবসময়ই জনগনের স্বাস্থ্য ও শিক্ষার  উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে,এই ওয়েলনেস সেন্টারের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে নানান মূল্যবান ঔষাধির গাছের বাগান বানানোর পরিকল্পনাও রয়েছে বলে উল্লেখ করেন।

মুখ্য অতিথি রাজ্যের মন্ত্রী কৌশিক রাই বলেন, সেবা ভারতীর অধীনে থাকা কেশব স্মারক সংস্কৃতি সুরভীর সদস্যরা যেভাবে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসুস্থ রোগীদের সুস্থ করার কাজ সহ বন্যার সময় পীড়িত জন্য কাজ করে গিয়েছেন, এটাকেই প্রকৃত মানবসেবা বা সমাজসেবা বলা যায়। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বনশর্মা‌ নেতৃত্বাধীন সরকার চাইছেন রাজ্যে বসবাসকারী পিছিয়ে পড়া মানুষদের কিভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটে, এরজন্যই ওয়েলনেস সেন্টারের বানানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং এই ওয়েলনেস সেন্টারটি যেন সঠিকভাবে পরিচালনা হয় এই বিষয়টিকে মাথায় রেখে কেশব স্মারক সংস্কৃতি সুরভীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়,যাতে সমাজের মানুষদের প্রকৃত সেবা পান আগামী দিনে। এর পাশাপাশি এই ওয়েলনেস সেন্টারের ভবন নির্মাণের ক্ষেত্রে ২ কোটি রাজ্য সরকার প্রদান‌ করেছেন, নির্মাণ কাজ শেষ হওয়ার পর শিলচর মেডিক্যাল কলেজ ও ক্যান্সার হাসপাতালের আসা রোগীদের সঙ্গে পরিবারের সদস্যরা এখানে থাকারও ব্যবস্থা থাকবে বলে জানান মন্ত্রী।

কেশব স্মারকের ওয়েলনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী কৌশিকের

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পল্লবিতা শর্মা এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম প্রদেশ বিজেপির সম্পাদক কণাদ পুরকায়স্থ, বিজেপির রাজ্য সদস্য হেমাঙ্গ শেখর দাস, ডাঃ অভিজিৎ নাথ, দেবতোষ দাস, জয়দীপ দত্ত, সৌমিত্র দত্ত রায়, রাজ শুক্ল বৈদ্য, সজলকুমার দেব সহ অন্যান্যরা।

Author

Spread the News