ধলাইয়ে জাল নোট উদ্ধার, ধৃত অটো চালক

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৮ মার্চ : দুই লক্ষ টাকার জাল নোট সহ অটো চালককে আটক করেছে ধলাই পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধলাই থানার সামনে আগে থেকে ওৎপেতে বসে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে অটো থানায় সামনে পৌঁছালে পুলিশ গাড়িটি গতিরোধ করে। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া জাল নোট ছিল ৫০০ টাকার নোট ৪০০টি। সঙ্গে সঙ্গে পুলিশ অটোচালকের গ্রেফতার করে।

ধৃত অটো চালক নিজাম উদ্দিন লস্কর, বয়স ৩০ বছর। সে দক্ষিণ ধলাইয়ের রাজঘাট প্রথম খণ্ডের বাসিন্দা। পুলিশ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে। আজ নিজাম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ধলাইয়ে জাল নোট উদ্ধার, ধৃত অটো চালক
Spread the News
error: Content is protected !!