শ্রীরামকৃষ্ণ সেবা সমিতিতে মঞ্চস্থ ‘সাধ্বী মীরা’
বরাক তরঙ্গ, ৫ মার্চ : হাইলাকান্দির শ্রীরামকৃষ্ণ সেবা সমিতিতে মঙ্গলবারের সান্ধ্য আকর্ষণ ছিল শ্রীভূমির আমন্ত্রিত নাট্যদল পরণ, দ্য ব্যলেশপ এর নৃত্যনাট্য ‘সাধ্বী মীরা’। অসাধারণ একটি প্রযোজনার সাক্ষী হয়ে রইলেন উপস্থিত দর্শকবৃন্দ। এই নৃত্যনাট্যে অংশ নিয়েছেন রাজদীপ দাস, জাহ্নবী ভট্টাচার্য, বাসব চক্রবর্তী, মণিকা বর্ধন, বৈশালী চন্দ দেব, প্রিয়াঙ্কা সাহা, বৈশালী সুত্রধর, মধুমিতা নাথ, বৃন্দা দত্তচৌধুরী, মণীষা পুরকায়স্থ, রূপাঞ্জলি আদিত্য, সিদ্ধার্থ ভট্টাচার্য, অভিজিৎ দে এবং দিব্যজ্যোতি চক্রবর্তী।
নৃত্য ও অভিনয়ের মাধ্যমে কৃষ্ণভক্ত মীরার সাধ্বী মীরা হয়ে ওঠার কাহিনিকে শিল্পীবৃন্দ অসাধারণ মুন্সিয়ানায় ফুটিয়ে তুলেছেন। উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে পরণ, দ্য ব্যলেশপ শিল্পীগোষ্ঠী ‘অর্ঘ্য’ শীর্ঘক নৃত্যানুষ্ঠানের মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামীজি মহারাজকে শ্রদ্ধা জানান। এই পরিবেশনাটিও ছিল মনোজ্ঞ। মুগ্ধ দর্শক উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান সেই শৈল্পীক উপস্থাপনাকে।

অনুষ্ঠানের সামগ্রিক পরিচালনা, পরিকল্পনা, নির্দেশনায় ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী, নাট্যশিল্পী দিব্যজ্যোতি চক্রবর্তী। চতুর্থ দিনের এই নাট্যসন্ধ্যার রেশ রয়ে যাবে দীর্ঘদিন মুগ্ধ দর্শকের মনে ও মননে। প্রসঙ্গত হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতিতে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০ তম জন্মতিথি উদযাপন সমারোহ চলছে। চলবে ৯ই মার্চ পর্যন্ত।
