বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : রেল লাইনের ট্র্যাকের মধ্যে শিশু। স্থানীয়দের তৎপরতায় অক্ষত অবস্থায় উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ত্রিপুরার বিশালগড় রেলস্টেশনে। শিশুর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয়রা শিশুটিকে রেলস্টেশনের জিআরপি থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ শিশুটিকে নিরাপদ স্থানে রেখে তার পরিচয় ও পারিবারিক পরিস্থিতি যাচাই করছে।
স্থানীয়রা জানিয়েছেন, শিশু উদ্ধার হওয়ায় তারা বেশ স্বস্তি অনুভব করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং আশ্বস্ত করেছে যে, শিশুটির সুষ্ঠু নিরাপত্তা ও যত্নের ব্যবস্থা করা হবে।


