বিদ্যুৎ সংশোধনী বিল ও স্মাৰ্ট মিটার : প্রতিবাদে দিল্লিতে জাতীয় অভিবৰ্তন

৫ মার্চ : বিদ্যুতের বেসরকারিকরণ জোর করে জনবিরোধী প্ৰিপেড স্মাৰ্ট মিটার প্রতিস্থাপন ও কৰ্পোরেট গোষ্ঠীর স্বার্থে বিদ্যুৎ সংশোধনী বিল আইনে পরিণত করার সরকারের নিরন্তর চক্ৰান্তের বিরুদ্ধে অল ইন্ডিয়া ইলেক্ট্ৰিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে বুধবার দিল্লির সাহ অডিটোরিয়ামে দেশের ২৪টি রাজ্যের সহস্ৰাধিক বিদ্যুৎ গ্রাহকদের উপস্থিতিতে এক গুরুত্বপূৰ্ণ জাতীয় অভিবৰ্তন অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ সংশোধনী বিল ও স্মাৰ্ট মিটার : প্রতিবাদে দিল্লিতে জাতীয় অভিবৰ্তন

সংগঠনের সৰ্বভারতীয় সভাপতি স্বপন ঘোষের সভাপতিত্বতে অনুষ্ঠিত এই অভিবর্তনের উদ্বোধন করেন অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার ফেডারেশন অধ্যক্ষ শৈলেন্দ্ৰ নাথ দুবে। তিনি বলেন, দেশের কোটি কোটি গ্ৰাহক, কৃষক ও লক্ষ লক্ষ বিদ্যুৎ কৰ্মচারীর স্বাৰ্থকে সম্পূৰ্ণ জলাঞ্জলি দিয়ে একমাত্ৰ কৰ্পোরেট গোষ্ঠীর মুনাফার স্বার্থে সমগ্ৰ বিদ্যুৎ খন্ডকে বেসরকারি মালিকের হাতে তুলে দিতে একটার পর একটা ষড়যন্ত্ৰ রচনা করা হচ্ছে যা দেশের জনতা এখনও ভালোভাবে উপলব্ধি করতে পারেনি। সরকারের এই ভয়ংকর ষড়যন্ত্ৰকে একমাত্ৰ বিদ্যুৎগ্ৰাহক ও কৰ্মচারীদের যৌথ আন্দোলনই প্ৰতিহত করতে পারবে।

এছাড়াও বক্তব্য রাখেন এআইপিইএফ এর পৃষ্ঠপোষক অশোক রাও, তামিলনাডু শক্তি বিতরণ কোম্পানির অবসরপ্ৰাপ্ত উচ্চ পদস্থ বিষয়া এস গান্ধী, অল আসাম ইলেক্ট্ৰিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর উপদেষ্টা বিমল দাস, দামোদরভ্যালি কৰ্পোরেশনের একে জৈন, এআইইসিএ এর সাধারণ সম্পাদক কে ভেনুগোপাল, অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশের অন্যতম আহ্বায়ক অজয় আচাৰ্য প্ৰমুখ। অভিবর্তনের বিদ্যুতের বেসরকারিকরণ, স্মাৰ্ট মিটারের বিরুদ্ধে দেশব্যাপী বিদ্যুৎ গ্ৰাহক ও কৰ্মচারীদের যৌথ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে দেড় সহস্ৰাধিক গ্ৰাহক সংসদ অভিযানে জন্তরমন্তরে সমবেত হয়ে তিন ঘণ্টা বিক্ষোভ প্ৰদৰ্শন করে। দিল্লির এই আন্দোলনের কাৰ্যসূচীতে অসম থেকে প্ৰায় দুইশতাধিক গ্ৰাহক অংশগ্ৰহণ করেন।

Author

Spread the News