জিরিঘাটে সাত কোটির ইয়াবা সহ আটক পাচারকারী

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি: মণিপুর থেকে আন্তরাজ‍্য সীমান্তের জিরিঘাট হয়ে প্রতিনিয়ত পাচার হচ্ছে অবৈধ মাদক। জিরিঘাট হয়ে অসমে প্রবেশের সময় প্রায়ই কাছাড় পুলিশের হাতে ধরা পড়ছে মাদক সহ পাচারকারী। শনিবার আবারও জিরিঘাটে ধরা পড়ল নেশাজাতীয় ইয়াবা ট‍্যাবলেট সহ এক পাচারকারী। ধৃত পাচারকারী যুবকের নাম চুংকাং লেওতাং। তার বাড়ি মণিপুর রাজ‍্যের তামেংলং জেলায় বলে জানিয়েছেন পুলিশসুপার নোমাল মাহাতো। জিরিঘাট থানা এলাকার হাউকি পুঞ্জিতে অভিযান চালিয়ে এই যুবককে পাকড়াও করে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৪ হাজার ইয়াবা ট‍্যাবলেট। গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ এই সাফল্য লাভ করেছে বলে সংবাদ মাধ্যমের কাছে জানান জেলা পুলিশসুপার।

ধৃত যুবক মণিপুর থেকে নেশাজাতীয় ট‍্যাবলেট নিয়ে জিরিঘাটের হাউকি পুঞ্জিতে আশ্রয় নিয়েছে বলে পুলিশ আগেই জানতে পারে। ধৃত মণিপুরের যুবকের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ধৃত যুবককে জিরিঘাট থানায় রেখে আরও জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ। নেশাজাতীয় এই ট‍্যাবলেট পাচারের সঙ্গে মণিপুরের কয়েকজন যুবক জড়িত রয়েছে। মণিপুর পুলিশের সহায়তা নিয়ে পাচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ধৃত যুবকের বিরুদ্ধে জিরিঘাট থানায় মামলা নথিভুক্ত করে তদন্ত অব‍্যাহত রয়েছে। বাজেয়াপ্ত করা ২৪ হাজার ইয়াবা ট‍্যাবলেটের মূল্য ৭ কোটি টাকা হতে পারে বলে অনুমান। রাজ‍্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং নেতৃত্বে মাদক বিরোধী অভিযান আরও তীব্র করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

জিরিঘাটে সাত কোটির ইয়াবা সহ আটক পাচারকারী

Author

Spread the News