ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফিতে জয়ী রেঙদাই
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : ৩৩ তম ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফির গ্রুপে দ্বিতীয় জয় পেল এফসি রেঙদাই। বুধবার শিলচর ক্রীড়া সংস্থার মাঠে তারা ২-১ গোলে হারায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে। ৩৫ মিনিটের মাথায় বিপক্ষের জাল কাঁপালেন রেঙদাই খেলোয়াড় এল বিক্রমজিৎ। ৪১ মিনিটে গোলের সংখ্যা বাড়িয়ে দেন এস সাগর সিংহ। এরপর সাগর আরও দু’টি সুযোগ মিস করে বিরতির বিশ্রামে যায় রেঙদাই।
বিরতির পর ৭০ মিনিটে গুনলেইবার গোলে নর্থইস্টের কিছু আত্মবিশ্বাস বাড়লেও সমতায় ফিরতে পারেনি। অবশেষে ২-১ গোলে পরাজিত হয় নর্থইস্ট ইউনাইটেড। এ দিন খেলা পরিচালনা করেন নির্মল ভট্টচার্য, প্রেম নার্জারি, হাবিবুল্লাহ ফেরদৌস ও ধনেস শাহ। খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রেংদাই-এর ডব্লিউ রোজেন মৈতেই।