রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : বিভিন্ন দাবি ও সমস্যার প্রতিবাদে অবস্থান ধর্মঘটে সামিল হলেন অল অসম কন্ট্রেকচ্যুয়াল এমপ্লয়িজ কাউন্সিলের সদস্যরা। শিলচর জেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে জড়ো হয়ে সংগঠনের কর্মকর্তারা জুবিন গর্গের ‘মায়াবিনী’ গান দিয়ে ধর্মঘটের শুরু করেন, যা মুহূর্তেই বিক্ষোভস্থলের পরিবেশকে আবেগময় করে তোলে। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কর্মীরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।
কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলে ক্ষোভপ্রকাশ করেন প্রতিবাদকারীরা। তাঁদের অভিযোগ, রাজ্যের আট হাজারেরও বেশি ঠিকাভিত্তিক কর্মচারীর ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে গেছে সরকারের উদাসীনতার কারণে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা জানান, বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ, চাকরি স্থায়ীকরণ, ৬০ বছরের বেশি বয়সী কর্মীদের সুরক্ষা,বেতন বৃদ্ধি এবং HR Policy চালুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। কাউন্সিলের নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যদি তাঁদের ন্যায্য দাবি পূরণ না হয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন।


