রবিবার দক্ষিন বারিকনগরে দুই পীরের ইসালে সওয়াব

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : দক্ষিন বারিকনগরে ইসালে সওয়াব মহফিল ও তরিকতের বার্ষিক জালসা রবিবার অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে দক্ষিন বারিকনগরে পীর শাহছুফি মুন্সী খুরশেদ আলি ও শাহছুফি হাফিজ সুলাইমান আলি সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে তরিকতের বার্ষিক জলসার আয়োজন করা হয়েছে।
মহফিলে সবার উপস্থিতি ও সার্বিক সাহায্যে সহযোগিতা কামনা করেছেন মওলানা সাহিদ আহমেদ, সেলিম উদ্দিন, হাফিজ নুর আহমেদ, আশিক উদ্দিন, আব্দুল মতিন, আব্দুল রহিম, বদর আলি, সাহাদ আহমেদ, বাবুল উদ্দিন প্রমুখ।
