শ্রীভূমিতে যাত্রী সেজে লুট দেড় লক্ষ টাকা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তথা, ১৪ ফেব্রুয়ারি : শ্রীভূমি শহরে দিনদুপুরে এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সমীরণ দাস নামের এক ব্যক্তির ব্যাগ থেকে দেড় লাখ টাকা লুট করে নিয়েছে যাত্রী সেজে ছিনতাইবাজরা।

জানা গেছে, সমীরণ দাস মেন পোস্ট অফিস থেকে কন্যার বিয়ের জন্য দেড় লাখ টাকা তুলেছিলেন। এরপর তিনি একটি ই-রিকশায় উঠেছিলেন, যেখানে আরও দুইজন মহিলা ছিলেন। তাদের মধ্যে একজন তার পাশেই বসেছিলেন।

শ্রীভূমিতে যাত্রী সেজে লুট দেড় লক্ষ টাকা

বাড়িতে পৌঁছে তিনি দেখতে পান, তার ব্যাগ থেকে ৫০ হাজার টাকার তিনটি বান্ডিল নেই। ঘটনাটি জানিয়ে তিনি সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

শ্রীভূমিতে যাত্রী সেজে লুট দেড় লক্ষ টাকা

Author

Spread the News