সাংবাদিকরা সমাজের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ : ডিসি
কাছাড়ের ৯৪ জন সরকার স্বীকৃত সাংবাদিককে মুখ্যমন্ত্রীর সৌজন্য উপহার____
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : “সাংবাদিকরা সমাজের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাঁরা প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধনের কাজ করে চলেছেন। সত্যের অনুসন্ধানে তাঁদের নিরলস প্রচেষ্টা আমাদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। মুখ্যমন্ত্রীর এই সৌজন্য উপহার তাদের প্রতি কৃতজ্ঞতার এক ছোট্ট প্রয়াস।” শুক্রবার সরকার স্বীকৃত সাংবাদিককে মুখ্যমন্ত্রীর “সৌজন্য উপহার” প্রদানের অনুষ্ঠানে কথাগুলো বলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। এ দিন জেলা আয়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য ও জনসংযোগ বিভাগের আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার এই সম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ সঞ্চালক তথা সহকারী আয়ুক্ত বহ্নিখা চেতিয়া। তিনি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। সরকার সর্বদা সংবাদমাধ্যমের পাশে রয়েছে এবং তাদের অবদানকে যথাযোগ্য সম্মান দিতেই এই আয়োজন।”
এ দিন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অনন্য নিদর্শনস্বরূপ কাছাড় জেলার ৯৪ জন সরকার স্বীকৃত সাংবাদিককে “সৌজন্য উপহার” দিয়ে সম্মানিত করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জেলা আয়ুক্ত নিজে সাংবাদিকদের হাতে মুখ্যমন্ত্রীর সৌজন্য উপহার তুলে দেন।

