মন্দিরে মাংসের টুকরো, অপরাধীর আসল পরিচয় আসতেই বন্ধ বিক্ষোভ

১৪ ফেব্রুয়ারি : মন্দিরের মধ্যে পড়ে রয়েছে মাংসের টুকরো। সাতসকালে মন্দিরের দরজা খুলতেই আঁতকে ওঠেন সেবাইতরা। ভক্তরা একে একে হাজির হন মন্দিরে। তাঁরাও দৃশ্যটি দেখে রীতিমতো চমকে ওঠেন। কে বা কারা মাংসের টুকরো মন্দিরে ফেলে গেলেন, তা ঘিরে শুরু হয় জোর চর্চা। যা পরবর্তীতে বিক্ষোভের আকার ধারণ করে। প্রকাশ্যে অপরাধীর আসল পরিচয় আসতেই, হেসে লুটোপুটি খান সকলে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার পুরনো হায়দরাবাদের তপচবুতরা এলাকায়। সেখানকার এক হনুমান মন্দির চত্বরের শিব মন্দিরে মাংসের টুকরো পড়ে থাকতে দেখা যায়। সেবাইতরা জানিয়েছেন, শিবলিঙ্গের পিছনে পড়ছিল মাংসের টুকরোটি। যে খবর চর্তুদিকে ছড়িয়ে পড়তেই বিক্ষোভ দেখান ভক্তরা। মন্দিরের সামনে জড়ো হয়ে সকলে প্রতিবাদে ফেটে পড়েন।

ঘটনাটির বিষয়ে জানতে পেরেই মন্দির চত্বরে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা গেছে, একটি বিড়াল মাংসের টুকরোটি মুখে করে মন্দিরে প্রবেশ করে। সেখানে রেখেই পালিয়ে যায়। মন্দিরের মধ্যে থেকে ২৫০ গ্রাম মাংসের টুকরোটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অপরাধী যে বিড়াল, পুলিশের তরফে খবরটি জানার পরেই বিক্ষোভ থামান সকলে।

মন্দিরে মাংসের টুকরো, অপরাধীর আসল পরিচয় আসতেই বন্ধ বিক্ষোভ
মন্দিরে মাংসের টুকরো, অপরাধীর আসল পরিচয় আসতেই বন্ধ বিক্ষোভ

Author

Spread the News