হোয়াইট হাউসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ট্রাম্পের

১৪ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই বৈঠকের শেষে দুই রাষ্ট্রনেতা যৌথ বিবৃতি দিয়ে জানালেন ভারতের সঙ্গে আমেরিকার ‘অপূর্ব’ বাণিজ্যচুক্তির কথা।

এদিন ট্রাম্প জানান, আমেরিকা থেকে ভারতে আমদানিকৃত পণ্যে শুল্ক কমানো এবং আরও বেশি করে যুক্তরাষ্ট্র থেকে খনিজ তেল ও সামরিক বিমান কেনার ব্যাপারে এদিন মোদির সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। তিনি বলেন, “উনি আমার চেয়ে আরও শক্ত এবং ভাল মধ্যস্থতাকারী। এই নিয়ে আমাদের মধ্যে কোনও প্রতিযোগিতা চলতে পারে না।”

এখানে উল্লেখ্য যে, দ্বিপাক্ষিক বাণিজ্যের নিরিখে আমেরিকার থেকে এগিয়ে রয়েছে ভারত। অর্থাৎ আমেরিকা থেকে ভারতে রপ্তানি হওয়া পণ্যের তুলনায় ভারত থেকে সে দেশে রপ্তানি হওয়া পণ্যের পরিমাণ বেশি। আর এই আবহে ভারত আমেরিকা থেকে আরও বেশি করে খনিজ তেল কেনার আশ্বাস দিয়েছে বলেই জানিয়েছেন ট্রাম্প।

এদিন মোদির সঙ্গে বৈঠকের আগেই পারস্পারিক শুল্ক আরোপের কথা ঘোষণা করেন ট্রাম্প। তিনি জানান, ভারত আমেরিকার পণ্যের উপর যে হারে শুল্ক চাপাবে সেইভাবেই শুল্ক আরোপ করা হবে ভারতীয় পণ্যের উপরেও। ভারতে আমদানিকৃত আমেরিকান পণ্যের শুল্কহারকে ‘খুব বেশি’ বলেও দাবি করেন তিনি।

হোয়াইট হাউসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ট্রাম্পের
হোয়াইট হাউসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ট্রাম্পের

Author

Spread the News