গুয়াহাটিতে চাঞ্চল্যকর ঘটনা, টেনিস তারকা মেয়ের হাতে খুন মা
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : গুয়াহাটি মহানগরে ফের চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে। মেয়ের হাতে খুন হলেন এক মা। ঘটনাটি ঘটেছে শনিবার গুয়াহাটি মহানগরের বরমতারিয়ায়। বরমতারিয়ার রূপকোঁওর রোডে পূর্ণিমা ম্যানশনে এই নৃশংস ঘটনাটি সংঘটিত হয়। টেনিস খেলোয়াড় তানিয়া কুমারী তার মা মঞ্জু দেবীকে পিটিয়ে হত্যা করে।
তানিয়া কুমারী একজন অত্যন্ত মেধাবী তরুণী যিনি ইউএসটিএমে অধ্যয়নরত। স্থানীয়রা গণমাধ্যমকে জানান, মা-মেয়ে দুজনেই খুব শান্ত প্রকৃতির।
তার বাবা একজন টেনিস কোচ। একই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানান, তারা প্রথমে তাদের ফ্ল্যাট থেকে আওয়াজ শুনতে পান। তারা এসে দরজায় ধাক্কা দিলেও খোলেনি। পরে দরজা খুললে তারা ঘটনার বিস্তারিত জানতে পারে। এক বাসিন্দা জানতে চাইলে তানিয়া বলেন, মায়ের সঙ্গে তার ঝগড়া হয়েছে। আমার মা মরতে থাকে।
তবে উল্লেখযোগ্যভাবে, এর আগে তাদের বাসভবনে কখনও মারামারি হয়নি। তিনজনের ছোট্ট পরিবারটি ছিল খুবই শান্তিপ্রিয় প্রকৃতির। তাই এ হত্যাকাণ্ডের পেছনে কিছুটা রহস্য রয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশের সঠিক তদন্তের পরই ঘটনার বিস্তারিত জানা যাবে। পুলিশ ইতিমধ্যে তানিয়া কুমারীকে গ্রেফতার করেছে। তিনি সম্প্রতি রাজ্য স্তরের টেনিস টুর্নামেন্ট জিতেছেন এবং আন্তর্জাতিক স্তরের জন্য নির্বাচিত হয়েছেন।