রাতদিন আকাশে যুদ্ধবিমানের চক্কর, ‘রেগুলার এক্সারসাইজ’ জানালেন সিনিয়র অফিসার

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : চার দিন ধরে কাছাড় জেলার আকাশে রাতদিন যুদ্ধবিমানের চক্করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পাশাপাশি নানা প্রশ্ন উঁকি  মারছে। কখনও একটু নিচে আবার কখন উপরের দিকে দুই বা এর বেশি যুদ্ধবিমান একসঙ্গে চক্কর কাটায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাটবাজারে এই চর্চা মানুষের মুখে। শুধু তা নয়, হঠাৎ করে চারদিন ধরে আকাশে যুদ্ধবিমান দেখে মানুষের মধ্যে কৌতহল সৃষ্টি হয়েছে। যুদ্ধবিমান যখন আকাশে উড়ে তখন আবাল-বৃদ্ধ-বনিতা সবাই বিমানটি দেখার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েন।

এদিকে, সোমবার দুপুরে একটি যুদ্ধবিমান একটু নিচে নেমে গেলে সোনাইয়ের বাগপুর এলাকায় এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়। বাগপুরে বরাক নদীর তীরে সবজি ক্ষেতের মাঠের উপর দুই একবার চক্কর কাটলে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। সে সময় যুদ্ধবিমানের শব্দে গরু বাছুর দৌড়ঝাঁপ শুরু করে। এরপর থেকে সকাল, দুপুর রাতেই আকাশে ঘুরতে দেখা যায় যুদ্ধবিমান গুলোকে। এনিয়ে যে যার মতো পারছেন তার ব্যাখ্যা করে যাচ্ছেন।

হঠাৎ করে যুদ্ধবিমান আকাশে উড়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে এক সিনিয়র অফিসার জানিয়েছেন সেটা হচ্ছে ‘রেগুলার এক্সারসাইজ’ (নিয়মিত অনুশীলন)। ওই সিনিয়র অফিসার জানিয়েছেন কুম্ভীরগ্রাম বিমানঘাঁটি থেকে পাইলটরা রেগুলার এক্সারসাইজ করছেন। তিনি এও জানিয়েছেন ‘সুখোই’ নামে পাঁচটি যুদ্ধবিমান অনুশীলনে রয়েছে। আতঙ্ক হওয়ার কোন কারণ নেই।

এদিকে, কুম্ভীরগ্রামে সম্প্রতি সারং পরই এই অনুশীল চোখে পড়ে। প্রথম দিন ‘জাম্বু জেট’ এক যুদ্ধবিমান আকাশে উড়তে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *