হৃদয়বিদারক ঘটনা! সুপারি গাছ পড়ে মৃত্যু শিশুর
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : হৃদয়বিদারক ঘটনা! অসাবধানতায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। কেড়ে নিল এক নিষ্পাপ শিশুর প্রাণ। পাশের বাড়ির কাটা সুপারি গাছ পাঁচ বছরের শিশুকন্যা মুসলিমা বেগমের উপর পড়লে করুণ মৃত্যু ঘটে। ঘটনাটি সংঘটিত হয় বড়খলার রংঘরে বুধবার।
জানা যায়, রংঘর প্রথম খণ্ডের নেনু মিয়ার বাড়িতে তাঁর জামাতা সুপারি গাছ কাটতে আসেন। তখনই কাটার সময় আচমকা সুপারি গাছটি পাশের বাড়ির ৫ বছরের শিশুকন্যা মুসলিমা বেগমের উপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলেন। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছা মাত্র মৃত্যুর ঘটে পিতৃহীন মুসলিমার।