৭৬তম প্রজাতন্ত্র দিবসে পাথারকান্দি সমজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : সমজেলা পাথারকান্দিতে প্রথমবারের মতো ৭৬তম প্রজাতন্ত্র দিবসকে বৃহৎ আকারে উদযাপনের জন্য একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। এ উপলক্ষে সম্প্রতি অতিরিক্ত আয়ুক্ত মিনার্ভ দেবী আরামবামের পৌরহিত্যে আয়োজিত প্রস্তুতি সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এতে কর্মসূচি মধ্যে রয়েছে আগামি ২৬ জানুয়ারি সকাল ন’টায় মডেল এইচএস স্কুলের খেলার মাঠে মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এতে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা। তাছাড়া থাকছে বিশেষ প্যারেড ও মার্চপাস্ট। এতে ব্যান্ড সহযোগে ১৫ এপি(আইআর) ব্যাটেলিয়ান, ভারত স্কাউট ও গাইড, এনসিসির জওয়ান সহ শহরের পাথারকান্দি ও স্বামী বিবেকানন্দ কলেজ, হলি চিলড্রেন সিনিওর সেকেন্ডারি স্কুল ও মর্ডান ইংলিশ স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। এদিনের সাংষ্কৃতিক অনুষ্ঠানের অংগ হিসেবে স্থানীয় বিভিন্ন বেসরকারি স্কুলের আয়োজনে থাকছে ধামাইল, ঝুমুর, মণিপুরি ও অধিবাসী নৃত্য। তারপর বৃহত্তর সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানকারীদের সংবর্ধিত করার ব্যাপারে ও এক সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে, ওইদিন পাথারকান্দি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পাথারকান্দি হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল,বিস্কুট ও মিষ্টি বিতরণ করা হবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনের অন্যান্য কার্যসূচির মধ্যে থাকছে পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও। একইভাবে এর আগে ২৬ শে জানুয়ারি সকাল ৫ টা ৩০ মিনিটে চতুরঙ্গের মত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যবস্থাপনায় চেনা শহরে প্রভাত ফেরীর মধ্য দিয়ে এই দিবস পালনের সূচনা করা হবে। তারপর থাকছে গোটা শহরের স্থায়ী মাইক যোগে সকাল ৬ টা ৩০ মিনিটে বাংলা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন। সকাল ৭ টায় জনগণের বাসগৃহ, ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন, এতে প্রশাসন থেকে যথাযোগ্য মর্যাদায় এবং সঠিক ভাবে নাগরিকদেরকে নিজ নিজ বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে আহ্বান জানানো হয়েছে। সকাল ৭ টা ৩০ মিনিটে সরকারি কার্যালয়, ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান ইত্যাদিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় ২০ মিনিটে স্থানীয় প্রাক্তন সেনাকর্মী সংস্থার সদস্যদের দ্বারা জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা।
এদিকে, সকাল ৮ টা ৩০ মিনিটে পাথারকান্দি শহরের থানায় মহাত্মা গান্ধীর মূর্তিতে পেট্রোল পাম্পের সম্মুখে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এছাড়া ওইদিন দুপুর ২ টায় জেলা প্রশাসন একাদশ বনাম ব্যবসায়ী সমিতির মধ্যে প্রদর্শনীমূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৫ টায় মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অবনমন। সন্ধ্যা ৬ টায় সরকারি কার্যালয়, ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগত ভবন, জনগনের বাসগৃহ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদিতে আলোকসজ্জা করা হবে। প্রজাতন্ত্র দিবসের এই কার্যসূচিতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে সমজেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।