লালা হাসপাতালে ডায়ালিসিস কেন্দ্রের উদ্বোধন কৃপানাথের

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : লালা কমিউনিটি হেলথ সেন্টারে  ডায়ালিসিস সেন্টার চালু হয়েছে। সাংসদ কৃপানাথ মালা বুধবার লালা হাসপাতালে ফিতা কেটে এই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করেন। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারের পৌরোহিত্যে সভায় এডিসি লাইরহলু খেনতে, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ অলকানন্দা নাথ প্রাসঙ্গিক বক্তব্যে জেলার স্বাস্থ্য পরিষেবার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন লালা হাসপাতালের বিপিএম মঞ্জুর আহমদ। বুধবার চালু করা এই ডায়ালিসিস কেন্দ্রের তিনটি আসনে দৈনিক নয়জন রোগী ডায়ালিসিস এর সুবিধা ভোগ করতে পারবেন।

উল্লেখ্য, হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে আগেই  ডায়ালিসিস সুবিধা কেন্দ্র চালু হওয়ার ফলে জেলার দু’টি হাসপাতালে এই সুবিধা উপলব্ধ হলো।

লালা হাসপাতালে ডায়ালিসিস কেন্দ্রের উদ্বোধন কৃপানাথের
লালা হাসপাতালে ডায়ালিসিস কেন্দ্রের উদ্বোধন কৃপানাথের

Author

Spread the News