গৌরী হত্যাকাণ্ডে আরও এক অভিযুক্তের জামিন
১১ জানুয়ারি : সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে আরও এক অভিযুক্তকে জামিন দিল বেঙ্গালুরুর আদালত। জানা গিয়েছে, ওই অভিযুক্তের নাম শারদ ভৌসাহেব কলস্কর।
বেঙ্গালুরুর সিটি সিভিল এবং দায়রা আদালতের বিচারক মুরলিধারা পাই বি গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে এক অভিযুক্ত শারদ ভৌসাহেব কলস্করের জামিন মঞ্জুর করেন। সাংবাদিক হত্যার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে শারদ হেফাজতে ছিলেন। বিচারক তাঁকে জামিন দেওয়ার আগে বলেন, ‘এই সাংবাদিক হত্যা মামলার বিষয়টির কবে নিষ্পত্তি হবে তাঁর কোনও ঠিকানা নেই। তাই তাঁকে জামিন দিয়ে দেওয়া হল।’
অন্যদিকে, কলস্করের দাবি ছিল, তিনি নির্দোষ এবং ওই সাংবাদিক হত্যার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এই মর্মে আদালতের কাছে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। এর আগে এই মামলায় ১৭ জন অভিযুক্ত জামিনে মুক্ত হয়েছেন। মোট অভিযুক্ত রয়েছেন ১৮ জন। তাঁর মধ্যে বিকাশ পাতিল নামে এক অভিযুক্ত পলাতক।
দিনটা ছিল ২০১৭ সালের পাঁচ সেপ্টেম্বর। তদন্তে উঠে আসে ওইদিন সন্ধ্যেবেলা দুষ্কৃতীরা বাইকে চেপে গৌরীর বাড়ির সামনে এসে তাঁকে ডাকে। তিনি বাড়ি থেকে বেরোলে সেখানেই গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় সাংবাদিক তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশের। এই ঘটনায় তোলপাড় হয়ে যায় সমাজ। গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল। মোট ১৮ জন ছিলেন সন্দেহের তালিকায়। এর আগে গত বছরের অক্টোবরে মুক্তি হয়েছিল বাকি ১৬ জনের। এদিন হল আরও একজনের। একসঙ্গে এতজনের মুক্তি প্রশ্নচিহ্ন তুলে দিল গৌরী লঙ্কেশের হত্যা মামলার অগ্রগতির বিষয়ে।