যোরহাটের ওএনজিসির জিজিএসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু এক আধিকারিকের

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : যোরহাটের বরহোলায় ওএনজিসির গ্রুপ গ্যাদারিং স্টেশনে (জিজিএস) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে যোরহাটের শিলাডুবিতে ওএনজিসির জিজিএস-এ। জিজিএস-এর পুরো এলাকা গ্রাস করে দেয়। আগুনের শিখা দ্রুত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে রাহুল দত্ত নামে এক আধিকারিক পুড়ে মারা যান। ওএনজিসি-র শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রাহুল দত্তের বাড়ি কলকাতায়। ইতিমধ্যেই জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এছাড়াও, পুরো এলাকাটি বর্তমানে প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং কীভাবে আগুন নেভানো যায় তা নিয়ে আলোচনা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমন ঘটনাটা ১০/১২ বছর আগেও ঘটেছিল। অভিযোগ করা হয় যে, ওএনজিসি-র জিজিএস-এর আধুনিকীকরণ না হওয়ার কারণে আগুন লেগেছে। অসম জাতিয়াতাবাদী যুব ছাত্র পরিষদ এই অভিযোগ দায়ের করেছে।

যোরহাটের ওএনজিসির জিজিএসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু এক আধিকারিকের

এদিকে, ঘটনার পর ওএনজিসি কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করেছে। এক বিবৃতিতে ওএনজিসি-র এক আধিকারিক বলেন, “২০২৫ সালের ৭ জানুয়ারি বেলা ৩-২০ নাগাদ ওএনজিসির বরহোল্লা জিজিএস-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিট ও তেল লিকের কারণে আগুন লেগেছে। কাজ করার সময় একটি হিটার ট্র্যাক্টরে আগুন ধরে যায়। দমকলের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসই প্রোডাকশনের কর্মচারী রাহুল দত্ত আগুনে পুড়ে আহত হন এবং সঙ্গে সঙ্গে তাঁকে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা আগুনে পুড়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত এখনও চলছে।

Author

Spread the News