জঙ্গল থেকে উদ্ধার মানব কঙ্কাল, চাঞ্চল্য 

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : জঙ্গল থেকে উদ্ধার হল মানব কঙ্কাল। এমন চাঞ্চল্যকর কাণ্ডটি ঘটেছে ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানা অধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায় এলাকায়। জানা গেছে, মঙ্গলবার সকালে লক্ষীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে চুরাইবাড়ি থানায় খবর আসে স্হানীয় গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের এক জঙ্গলে মানব দেহের কঙ্কাল উদ্ধার হয়েছে। এমন পাওয়া খবরের উপর ভিত্তি করে স্থানীয় থানার সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মানব দেহের হাড়গোড় সহ মাথার খুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া কঙ্কাল ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ।

এদিকে, থানার সেকেন্ড ওসি প্রিতিময় চাকমা সংবাদমাধ্যমে জানান, কঙ্কালটি কোনও প্রাপ্ত বয়স্ক মানুষের হতে পারে। এছাড়াও ধারনা করা হচ্ছে, কঙ্কালটি দুই থেকে তিন বছর পুরনো হবে। তবে স্থানীয়দের দাবি, গেলো দুই আড়াই বছর আগে এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজ হয়ে ছিলেন। তাদের ধারনা ওই ব্যক্তির কঙ্কাল হতে পারে। যদিও স্থানীয় থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

জঙ্গল থেকে উদ্ধার মানব কঙ্কাল, চাঞ্চল্য 

Author

Spread the News