সুপার ডিভিশন : অধিনায়কোচিত ইনিংসে জিতলো ইন্ডিয়া ক্লাব
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : যোগেশ্বর ভূমিজের অধিনায়কোচিত পারদর্শিতায় শিলচর সুপার ডিভিশন ক্রিকেটে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল ইন্ডিয়া ক্লাব। প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশনে আজ তারা ৪৪ রানে হারাল ইউনাইটেড ক্লাবকে। অথচ ২২ ওভার পর্যন্ত এই ম্যাচটি প্রতিপক্ষ ইউনাইটেড ক্লাবের কব্জাতেই ছিল। কারণ, ব্যাটিং নিয়ে মাত্র ৮২ রানের মধ্যে সাতটি উইকেট খুইয়ে ফেলে ইন্ডিয়া ক্লাব। সেখান থেকে অষ্টম উইকেটে স্কোর ২০১ পর্যন্ত নিয়ে যান যোগেশ্বর ভূমিজ (৬১) এবং প্রশান্ত সনোয়াল (অপরাজিত ৫৮)। শেষ পর্যন্ত নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ২২০ রান করে ইন্ডিয়া ক্লাব। ইউনাইটেডের অভিজিৎ সিংহরায় তিনটি এবং নীহার পাল, পারভেজ আজিজ, চন্দ্রদীপ দাস দু’টি করে উইকেট পেলেন।
সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে ইউনাইটেডের পক্ষে সেই রান তাড়া করা সম্ভব হয়নি। তারা ৭ উইকেটে ১৭৬ রান পর্যন্ত যেতে সক্ষম হয়। অধিনায়ক শুভজিৎ পাল করেন ঠিক ৫০। শেষদিকে আমানত আহমদ ২৮ বল খেলে ৩৫ রানে অপরাজিত থাকেন। পারভেজ আজিজ করেন ২৪। ইন্ডিয়া ক্লাবের বোলারদের মধ্যে অধিনায়ক যোগেশ্বর ও অভিলাষ গগৈ দু’টি করে উইকেট নেন। ম্যাচ সেরা যোগেশ্বরের হাতে পুরস্কার তুলে দেন সুদীপ্তা পাল। এদিন খেলা পরিচালনা করেন জয়দীপ রায়, সঞ্জীব রায়। স্কোরার দীলিপ কুমার দাস।