চরেই যুব সংস্থার রজত জয়ন্তী উদযাপন ৯ জানুয়ারি থেকে, জোরদার প্রস্তুতি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : চরেই যুব সংস্থার রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে তিন দিনের এক অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীভূমি জেলার পাথারকান্দির বাজারিছড়া মাগুরাপুঞ্জিতে। এই বিশেষ সমাবেশকে ঘিরে প্রস্তুতি চলছে জুরকদমে। এবারের এই বিশাল সমাবেশে উত্তর পূর্বাঞ্চলের মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ও অসমের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা এসে উপস্থিত হয়ে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি ও সম্পাদক। তিনদিন ব্যাপী উক্ত সম্বেলন অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি। চলবে ১০ ও ১১ জানুয়ারি পর্যন্ত। এতে প্রথম দিন আনুষ্ঠানিক ভাবে সভার সূচনা হবে।
অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্য অতিথি ত্রিপুরা রাজ্যের মহারাজা প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন।আর অনুষ্ঠানের শেষ দিনে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আসামের কেভিনেট মন্ত্রী তথা নিজ কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল সঙ্গে অন্যান্য বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা থাকবেন। এই ত্রিদবসী অধিবেশনে নির্ধারিত অনুষ্ঠানের পাশাপাশি চরেই উপজাতির কৃষ্টি সংস্কৃতিও প্রদর্শিত হবে। ফলে তাঁদের পরম্পরাগত জুমঘর সহ অন্যান্য সামগ্ৰী দিয়ে গোটা অনুষ্ঠান চত্তরকে ইতিমধ্যে নান্দনিক সাজে সাজিয়ে তোলার কাজ চলছে। আয়োজকদের পক্ষে জানানো হয় এই বিশাল সমাবেশে সহস্ৰাধিক লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। তাই স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বিরাট মঞ্চ তৈরি করছেন সংস্থার সদস্যরা। এই অধিবেশনে সবার জন্য খাওয়া দাওয়া সহ অতিথি আপ্যায়নের সুবন্দোবস্ত রয়েছে। সোমবার এক সাক্ষাতে এমনটা জানিয়েছেন চরেই যুব সংস্থার উপদেষ্টা ফণীন্দ্র চরেই ও সংস্থার সহসভাপতি স্যামুয়েল চরেই। তাঁরা এও বলেন, সংস্থার স্থাপনা হয় ২০০০ সালের জানুয়ারিতে মাসে।আর প্রতি বছর এমন অনুষ্ঠানের আয়োজন করে থাকে সংস্থা।ধীরে ধীরে আজ ২৫ বছরে এই সংগঠন পদার্পণ করেছে। ফলে নিজ সম্প্রদায়ের মানুষের মধ্যে খুশি বিরাজ করছে।