রেহানের ব্যাটে কুপোকাত ত্রিবেণী, বড় ব্যবধানে জিতল ইটখলা এসি
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্যারামাউন্ট সুপার ডিভিশন লিগ কাম ক্রিকেটে রবিবার বড় ব্যবধানে জিতল ইটখলা অ্যাথলেটিক্স ক্লাব। রাইহান জামিল (রেহান) মজুমদারের ব্যাটিংয়ে কুপোকাত হল প্রতিপক্ষ। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত এদিনের ম্যাচে তারা হারায় ত্রিবেণী ক্লাবকে। ৮০ রানের বিশাল ব্যবধানে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ত্রিবেণী। এই সুযোগে ব্যাট ঘুরিয়ে পুরো ৪০ ওভার খেলে ৮ উইকেটে ২৫৯ রানের বিশাল স্কোর খাড়া করে। অতিরিক্ত থেকে আসে ২১ রান। ব্যাটারদের মধ্যে রাইহান (রেহান) জামিল মজুমদার ৭১ বলে ৯৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। প্রীতম দাস খেলেন ৩৩ বলে ৫১ রান। অন্যান্যদের মধ্যে অভিষেক ভারতী ২৪, সৌরভ সাহা ১৩ ও সাদেক চৌধুরী ১৮ রান করেন। বোলিংয়ে তাপস দাস ৩টি এবং দেবজ্যোতি পাল, বিশ্বজিৎ ভট্টাচার্য ও নীলমজ্যেতি গগৈ একটি করে উইকেট দখল করেন।
জবাবি ব্যাটিংয়ে ৩৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭৯ রানে আটকে যায় ত্রিবেণী। অতিরিক্ত থেকে আসে ৩৩ রান। তাদের অভিতাভ পাল ১৬, প্রীতম রায় ৩১, নীলমজ্যেতি গগৈ ১৪, রাহুল করণ মজুমদার ২২ ও মুকেশ গোয়ালা ৩৩ রান করেন। ২টি করে উইকেট নেন শমিক দাস ও ঋত্বিক ধর এবং ঋষভ দীপক, সাদেক ইমরান চৌধুরী ও পরীক্ষিত বণিক ১টি উইকেট নেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন রাইহান জামিল মজুমদার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সৌমেন চৌধুরী। আজ খেলা পরিচালনা করেন জয়দীপ রায় ও প্রশান্ত পাল। স্কোরার দিলীপ কুমার দাস।