মণিপুরে সহকর্মীর গুলিতে মৃত্যু ২, আহত ৮ আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

মণিপুরে সহকর্মীর গুলিতে মৃত্যু ২, আহত ৮ আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার একটি শিবিরে সিআরপিএফ এক জওয়ান তাঁর সহকর্মীদের উপর গুলি চালিয়ে দুই কর্মীকে হত্যা এবং আরও আটজনকে আহত করেন। এরপর নিজেই আত্মহত্যা করেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। লামফেলের সিআরপিএফের ১২০ তম ব্যাটেলিয়ন ক্যাম্পে রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।

হাবিলদার সঞ্জয় কুমার নামে চিহ্নিত অভিযুক্ত তার সার্ভিস বন্দুক দিয়ে একজন কনস্টেবল এবং একজন সাব-ইন্সপেক্টরকে গুলি করে হত্যা করে। পরে সে নিজের দিকে বন্দুক তাক করে এবং তাকে মৃত ঘোষণা করা হয়। গুলিতে আরও আটজন কর্মী আহত হয়েছেন এবং তাঁদের দ্রুত চিকিৎসার জন্য ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (আরআইএমএস) নিয়ে যাওয়া হয়। হামলার পিছনে উদ্দেশ্য এখনও অস্পষ্ট, এবং কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

মণিপুরে সহকর্মীর গুলিতে মৃত্যু ২, আহত ৮ আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

Author

Spread the News