অনিচ্ছাকৃত ভুল বলল বড়াইল ভিউ রিজেন্সি ম্যানেজমেন্ট

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : বর্ষবরণের রাতে বড়াইল ভিউ রিজেন্সি-তে নববর্ষ উদযাপন নিয়ে বিতর্ক হয়েছিল। এই ঘটনা নিয়ে শহরের জনসাধারণের মনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে মনে করেন এই অনুষ্ঠান শিলচরের ঐতিহ্যকে আঘাত করেছে। সুস্থ সংস্কৃতিকে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না। অন্যান্য শহরের মতো আমরাও এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু আমরা দুঃখিত যে আমাদের কর্মসূচি শহরের সুশীল সমাজকে ক্ষুব্ধ করেছে। এটা আমাদের অনিচ্ছাকৃত ভুল।

অনিচ্ছাকৃত ভুল বলল বড়াইল ভিউ রিজেন্সি ম্যানেজমেন্ট

যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। শহরের ঐতিহ্য রক্ষার জন্য তাঁরা রাস্তায় নেমেছিলেন। আমরা তাদের প্রতিবাদকে সম্মান করি। এক প্রেসবার্তায় বড়াইল ভিউ রিজেন্সি ম্যানেজমেন্ট অনিচ্ছাকৃত ভুল বলে জানায়।

অনিচ্ছাকৃত ভুল বলল বড়াইল ভিউ রিজেন্সি ম্যানেজমেন্ট

Author

Spread the News