অবাক কাণ্ড! জিভ কেটে ভগবান শিবকে উৎসর্গ একাদশ শ্রেণির ছাত্রীর

অবাক কাণ্ড! জিভ কেটে ভগবান শিবকে উৎসর্গ একাদশ শ্রেণির ছাত্রীর

১ জানুয়ারি : ছত্তিশগড়ে অবাক করা কাণ্ড। একাদশ শ্রেণির পড়ুয়া নিজের জিভ কেটে উৎসর্গ করলেন ভগবান শিবকে। এই ঘটনার জেরে রীতিমতো রে রে কাণ্ড পড়ে গিয়েছে ছত্তিশগড়ের সাকি জেলায়। জিভ কাটার পরই রক্তে ভেসে যায় ওই পড়ুয়ার দেহ। যে মন্দিরে সে এই কাণ্ড ঘটায় সেখানে রক্তে ভেসে যায়।

এরপর সে মন্দিরের ভিতরে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। সে নাকি নিজের জিভ ভগবান শিবকে উৎসর্গ করে ধ্যান করবে বলেই খবর। গ্রামবসীরা মন্দিরের ভিতরে পুলিশকে প্রবেশ করতে দিচ্ছে না। ঘটনাটি ঘটে সোমবার রাত ৭ টা নাগাদ। নিজের বাড়িতে এই ঘটনাটি লিখে রেখে গিয়েছিল সে। খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশের একটি দল।

তবে গ্রামবাসীরা তাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। প্রশাসনের উচ্চপস্থ কর্তারাও সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। তবে গ্রামবাসীরা কাউকেই মন্দিরে ঢুকতে দেয়নি। মন্দিরের চারদিক থেকেই ঘিরে রাখে গ্রামবাসীরা। কী কারণে ওই ছাত্রী এই ঘটনা করল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

তবে ছাত্রীর পরিবারর লোকও কিছু জানাত অস্বীকার করে। পুলিশ এবং ১০৮ অ্যাম্বুলেন্স সেখানে গিয়ে উপস্থিত রয়েছে। উপস্থিত রয়েছে চিকিৎসকদের একটি দলও। বর্তমানে পুলিশ অসহায়ের মতো ঘটনাস্থলে রয়েছে এবং ছাত্রীটিকে ভিতর থেকে বের করে আনার জন্য গ্রামবাসীদর কাছে আবেদন করছে। কেন সে এই ধরণের একটি কাণ্ড ঘটাল তা জানার চেষ্টা করছে পুলিশ। ছবি প্রতীকী।

অবাক কাণ্ড! জিভ কেটে ভগবান শিবকে উৎসর্গ একাদশ শ্রেণির ছাত্রীর

Author

Spread the News