দুর্ঘটনায় আহত নগদিগ্রামের যুবকের মৃত্যু
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : সোনাই-কাবুগঞ্জ পূর্ত সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল। দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনে অকালে পরপারে পাড়ি দেয় বছর কুড়ির ইনজামামুল হক লস্কর। মৃত যুবক সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা শিক্ষক নজরুল হোসেন লস্করের একমাত্র ছেলে। বুধবার সকালে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
উল্লেখ্য, সোমবার রাতে অল্টো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন তিনজন। এরমধ্যে সঙ্কটজনক ছিলেন ইনজামামুল। দুর্ঘটনাটি ঘটেছে নগদীরগ্রাম তৃতীয় খণ্ডে এলপি স্কুলে সামনে। কাবুগঞ্জের দিক থেকে আসা এমজেড ০১ জে ৭৯২৯ নম্বরের অল্টো গাড়ি উল্টো দিক থেকে আসা দ্রুতগতির বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা সংঘটিত করে অল্টো গাড়িটি দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার পর পরই স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে ১০৮ অ্যাম্বুলেন্সে শিলচর মেডিক্যালে পাঠান। আহত হয়েছিলেন সুন্দরী প্রথম খণ্ডের ইনজামামুল হক লস্কর, রুকসার তাহের লস্কর ও সাহানুর আলম লস্কর।