দিগরখালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, হত শিলচরের দুই যুবক

বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : নববর্ষের প্রাক্কালে ডিটকছড়ায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় কাছাড়ের দুই যুবক প্রাণ হারালেন। সামাজিক মাধ্যমে জানা যায়, লরির সঙ্গে বলেরোর সংঘর্ষে দুইজনের মৃত্যু ঘটে। আহত আরও তিনজন বলে জানা যায়। সূত্রের খবর মৃত দুই যুবক হলেন একজন উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারের বাসিন্দা বাপ্পু লস্কর ও মধুরবন্দের বাখরশাহ মোকাম এলাকার বাসিন্দা শাহাদত লস্কর। বাকিদের অবস্থায় সঙ্গীন বলে জানা গেছে।  ভাইরাল ভিডিওতে দেখা যায় বলেরোর ভেতরে বাপ্পু লস্করের মৃতদেহ পড়ে রয়েছে। বাকিরা রক্তাক্ত অবস্থায় গাড়ির বাইরে রয়েছেন।
বিস্তারিত আসছে…

দিগরখালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, হত শিলচরের দুই যুবক

Author

Spread the News