বিশ্বজিৎ আচার্য ও রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : অসমের হার্টথ্রব, কিংবদন্তী সঙ্গীতশিল্পী জুবিন গর্গের ৫৩তম জন্মদিনে শিলচর রঙিন হয়ে উঠল হাজারো শিল্পী ও সঙ্গীতপ্রেমীর সমবেত কণ্ঠে। মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও জুবিন অনুরাগীদের সমন্বয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ‘মায়াবিনী’ গানটি পরিবেশিত হয় হাজারো কণ্ঠে।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে পালন করা হয় জন্মদিন। এরপর অসমিয়া ভাষায় ‘মায়াবিনী’ পরিবেশন করেন শিল্পীরা। ভারতকণ্ঠ দেবজিত সাহা এবং ইন্ডিয়া আইডল খ্যাত মৈথিলী সোম পৃথকভাবে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। পরে বাংলা ভাষায় ‘মায়াবিনী’ পরিবেশনের পর আকাশে প্রজ্জ্বলিত হয় ৫৩টি আকাশ প্রদীপ, আর মোবাইলের আলো জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রয়াত শিল্পীর প্রতি।

এদিন আবেগে ভেসে উঠেছিলেন জুবিন গর্গের শিক্ষিকা শ্রীভূমির রত্না আদিত্য (মিঠু মিস) ও বহু অনুরাগী। বক্তারা জানান, হাজারো মানুষের সমবেত কণ্ঠে গান পরিবেশন শিলচরের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। তাঁরা আরও বলেন, “জুবিন গার্গের মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত হবে—এই বিষয়ে আমরা সরকারের উপর পূর্ণ আস্থা রাখি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবিন গার্গের শিক্ষিকা শ্রীভূমির রত্না আদিত্য (মিঠু মিস), কালচারাল ফেটারনিটি অব বরাক ভ্যালি-র চেয়ারম্যান রজত ঘোষ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক মিহিরকান্তি সোম, সাধারণ সম্পাদক সুরোজিৎ সোম, মুখ্য আহ্বায়ক সৌমিত্র দত্ত, তুহিনা বিশ্বাস, দেবজিত সোম, সঞ্জীব রায়, ভাস্কর দাস, পরিমল চক্রবর্তী, জয়দীপ চক্রবর্তী, আশিস চক্রবর্তী, কানাই লাল দাস প্রমুখ।

আয়োজকদের দাবি, এদিনের অনুষ্ঠানে কয়েক হাজার শিল্পী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশ নেন, যা শিলচরের সাংস্কৃতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করল। এদিকে, জুবিন গর্গের শিক্ষিকা শ্রীভূমির রত্না আদিত্য (মিঠু মিস)সহ জুবিন অনুরাগীরা কান্নায় ভেঙ্গে পড়েন। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান এই দিনকে ঐতিহাসিক করে রাখতে ‘হাজার কণ্ঠে জুবিন গার্গের মায়াবিনীর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জুবিন গার্গের ৫৩ তম জন্মদিন পালন করেন।


