সোনাবাড়িঘাটে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : তিনদিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হল সোনাবাড়িঘাটে। শনিবার সন্ধ্যায় এমভি স্কুল সংলগ্ন মাঠে ভিডিপি আয়োজিত ডাবল ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামোন্টের সূচনা করেন ভিডিপি সম্পাদক তথা নিউ ইয়ংস্টার ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন। সঙ্গে ছিলেন টুর্নামেন্টের ইনচার্জ ইকবাল হোসেন (পিন্টু), আবিদুর রহমান সহ অন্যান্যরা।
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সোমবার রাতে। অথিতি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ফকরুল ইসলাম বড়ভূইয়া, ইউডিএফের সোনাই কমিটির সম্পাদক জাকির হুসেন লস্কর ও আশু চৌধুরী। উল্লেখ্য, চ্যাম্পিয়ন দল পাবে নগদ সাত হাজার টাকা সহ ট্রফি ও রানার্স দলকে দেওয়া হবে ৩ হাজার সহ ট্রফি। তৃতীয় দলকেও পুরস্কৃত করা হবে।