বাংলাদেশে হিন্দু গৃহবধূকে গণধর্ষণের পর মুখে বিষ ঢেলে দিল নরপশুরা, মৃত্যু
২৮ ডিসেম্বর : বাংলাদেশের নড়াইল জেলায় জঙ্গি সংগঠন জামাত ইসলামির সন্ত্রাসবাদীদের দ্বারা একজন হিন্দু গৃহবধূকে গণধর্ষণের পর মুখে বিষ ঢেলে খুনের ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম বাসনা মল্লিক (৪৬)। তিনি নড়াইল জেলা সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য ও একই ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা নেপাল মল্লিকের স্ত্রী।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বাসনা মল্লিক টিসিবির মালপত্র বিতরণ শেষে বাড়ি ফেরছিলেন। সেই সময় পথে স্থানীয় যুবক মহম্মদ রাজিবুল ফোন করে তাকে পাওনা টাকা দেওয়ার কথা বলে। তখন বাসনা মল্লিক পাওনা টাকা নিতে যান। কিন্তু বাসনাদেবী কথামত মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোক্তার মোল্লার বাড়িতে যেতেই রাজিবুল, ফারুক, ওসমান, শফিকুলসহ আরও কয়েকজন মিলে তাকে গণধর্ষণ করে। তারা সেই দৃশ্য নিজেদের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তখন বাসনা মল্লিক ঘটনার কথা প্রকাশ করে দেবেন বলে তাদের জানালে ওই সন্ত্রাসবাদীরা তার মুখে জোর করে বিষ ঢেলে দেয়।
জানা গেছে, বাসনা মল্লিক পরিবারের নিরাপত্তার কথা ভেবে বাড়িতে ফিরে এই ঘটনা ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। পরে অসুস্থ হয়ে পড়লে ২৫ ডিসেম্বর বুধবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে তার ওপর নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এনিয়ে থানায় সুনির্দিষ্ট অভিযোগ করা হলেও ওই নরপশুদের গ্রেফতারের বিষয়ে কোনো উৎসাহ দেখা যাচ্ছে না পুলিশের। জানা গেছে, আসামিরা সকলেই বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত ইসলামির ক্যাডার।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বজলুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণ করে বিষ খাওয়ানো হয়েছে। ধর্ষণের ক্ষত ছিল। আলামতও সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া ওই নারীর পেটে বিষ পাওয়া গেছে। ময়নাতদন্ত করা হয়েছে। ভিসেরা প্রতিবেদন হাতে এলে বিস্তারিত বলা যাবে। এ দিকে, পুলিশ তদন্তে নামলেও ধরপাকড়ের খবর নেই।