পাস-ফেল প্ৰথা প্ৰবর্তনের সিদ্ধান্ত গণ আন্দোলনের আংশিক জয় : ডিএসও

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশন জারি করে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পুনরায় পাস-ফেল প্রথা চালুর যে সিদ্ধান্ত নিয়েছে এর প্ররিপেক্ষিতে এআইডিএসও’র সাধারণ সম্পাদক শিবাসিস প্রহরাজ এক প্রেস বার্তায় বলেন, দেশের কেন্দ্ৰীয় সরকারের আওতাধীন স্কুলে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পুনরায় পাস-ফেল প্ৰথা প্ৰবর্তনের সিদ্ধান্ত গণ আন্দোলনের আংশিক জয়। তিনি বলেন, দেশের শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্ৰেমী জনসাধারণ ও ছাত্রছাত্রীরা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্ৰথা পুনঃপ্ৰবৰ্তনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে চালিয়ে আসছে। এই আন্দোলনের চাপে সরকার যদিও পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাস-ফেল প্ৰথা পুনরায় ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে কিন্তু সম্পূর্ণ দাবি এখনও অপূরিত রয়েছে।

এআইডিএসও ‘নো ডিটেনশন পলিশি’ এর বিরুদ্ধে আন্দোলনের যেহেতু অন্যতম অংশীদার তাই এই সিদ্ধান্তকে সংগঠন ‘আংশিক বিজয়’ বলে অভিহিত করেছে। তিনি প্ৰথম শ্ৰেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ‘পাস-ফেল প্রথা’ পুন প্ৰবৰ্তন ও দেশের সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানান। তিনি বলেন, পাস-ফেল প্রথা পুনপ্ৰবর্তনের পাশাপাশি সমান্তরালভাবে শিক্ষার গুণগত মান বজায় রেখে তা উন্নত করাই শিক্ষার প্ৰকৃত অধিকার প্রদান। যেখানে সরকার দুৰ্ভাগ্যজনকভাবে ব্যৰ্থ হয়েছে এবং জাতীয় শিক্ষা নীতি-২০২০ রূপায়ণ করে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এআইডিএসও’র কেন্দ্ৰীয় পরিষদ সরকারের যে কোনও নীতি পরিবর্তনের পূৰ্বে গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়া অনুসরণের দাবি জানায়।

পাস-ফেল প্ৰথা প্ৰবর্তনের সিদ্ধান্ত গণ আন্দোলনের আংশিক জয় : ডিএসও

Author

Spread the News