অসম,পশ্চিমবঙ্গ, কেরলে অভিযান এসটিএফের, গ্রেফতার ৮
২০ ডিসেম্বর : আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ, অসম ও কেরলে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করল অসমের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)। এসটিএফের তরফে জানানো হয়েছে, ধৃতরা এদেশে বসে বাংলাদেশের জঙ্গি সংগঠনটির হয়ে কাজ করছিল। ১৮ ডিসেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের নাম সাদ রাদি ওরফে শাব শেখ (৩৬)। সে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। কেরল থেকে গ্রেফতার করা হয়েছে। মিনারুল শেখ (৪০), আব্বাস আলি (৩৩)। তাদের দুজনকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়। নুর ইসলাম মণ্ডল (৪০), আব্দুল করিম মণ্ডল (৩০), মজিবর রহমান (৪৬) এবং হামিদুল ইসলাম (৩৪)। এদের কোকরাঝাড় থেকে পাকড়াও করা হয়েছে। ধুবড়ি থেকে গ্রেফতার করা হয় এনামুল হক (২৯) নামে আরও একজনকে।
অসমের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান পার্থসারথী মহন্ত বলেছেন, ‘সাদ রাদি কেরলে যাওয়ার আগে আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) স্লিপার-সেলের কর্মীদের সঙ্গে দেখা করতে অসম এবং পশ্চিমবঙ্গে এসেছিল।’
তিনি আরও জানান, ধৃতরা এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানির ঘনিষ্ঠ সহযোগী ফারহান ইশরাকের নির্দেশে কাজ করছিল। প্রসঙ্গত, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার সহযোগী হিসেবে কাজ করে। অসম পুলিশের তরফে জানানো হয়েছে, এদেশে নাশকতা ছড়ানোই ছিল এদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে কাজ করছিল স্লিপার সেল।