ত্রিপুরায় আটক বাংলাদেশি মহিলা ও কিশোরী

বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : ফের বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে পুলিশ হাতে ধরা পড়লো তিন বাংলাদেশি। মোটা অর্থের বিনিময়ে কিছু দালাল চক্র একাজে সক্রিয় হয়ে উঠেছে। মঙ্গলবার রাতে ইন্দো-বাংলা সীমান্তের কদমতলা থানা এলাকার ইচাই টুলগাঁও এলাকায় পুলিশের পেট্রোলিংয়ের টহলধারীর সময় অপরিচিত এক বৃদ্ধা ও এক কিশোরীকে ঘুরাঘুরি করতে দেখে কর্তব্যরত পুলিশ। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ঐ এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কোনও এক দালাল চক্রের মাধ্যমে। তখন এএসআই ডিএম চাকমা তাদের কদমতলা থানায় নিয়ে যান।

জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশের নাগরিক নিশ্চিত হওয়ায় তাদের বিরুদ্ধে ৮১/২৪ নম্বরে এবং ১৯২০ সালের ভারতীয় পাসপোর্ট আইনের ০৩ ধারায় একটি মামলা রুজু করা হয়।জানা গেছে ধৃত বাংলাদেশি মহিলার নাম মোছা রুবেয়া (৬০), অপরজন পনেরো বছরের এক নাবালিকা। দুজনের বাড়ি বাংলাদেশের নিরা থানা অধীন সিকান্দার পাড়া গ্ৰামে। বুধবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছে পুলিশ।

ত্রিপুরায় আটক বাংলাদেশি মহিলা ও কিশোরী

Author

Spread the News