পূর্বাঞ্চল প্রতিদিনের সিএমডি রেজাউল করিমের পিতৃবিয়োগ
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : প্রাক্তন বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ব্যক্তিত্ব আব্দুল আজিজ প্রয়াত হলেন। রবিবার সন্ধ্যা হৃদরোগে আক্রান্ত হয়ে গুয়াহাটিতে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা শেষনিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত আব্দুল আজিজ প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে বৃহত্তর এলাকাজুড়ে শোকের আবহ তৈরী হয়। মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছিল ৭৯ বছর। প্রয়াত আজিজ হলেন পূর্বাঞ্চল প্রতিদিন নিউজ পোর্টেলের সিএমডি রেজাউল করিমের বাবা।
চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাঁকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃতদেহ নিয়ে স্বজনরা গুয়াহাটি থেকে সড়ক পথে বাড়িতে নিয়ে আসেন। প্রয়াতের বাড়িতে ছুটে যান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ সহ বহু রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক বিশিষ্টজনেরা। তারা প্রত্যেকেই প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সোমবার বিকেল চারটায় শেরপুরের বাড়ি থেকে পৈতৃক গ্রাম নবীপুরের কবরিস্থানের পাশে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা এআইইউডিএফের সভাপতি আজিজুর রহমান তালুকদার, নাইবে আমিরে শরিয়ত মওলানা বদরুল হক এমনি, আছিমগঞ্জ টাইটাল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আবু মুহাম্মদ সুফিয়ান, পাথারকান্দি বিএড কলেজের প্রাক্তন অধ্যক্ষ মানিক হোসেন তালুকদার, শ্রীভূমি প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক আব্দুল মুনিম তাপাদার, বদরপুর প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক সাইদুল ইসলাম, ইআরডি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটোর মুহাম্মদ কামাল উদ্দিন খান, কটামণি হুসাইনিয়া কৌমিয়া মাদ্রাসার অধীক্ষক মওলানা হিলাল আহমদ ছাড়া পূর্বাঞ্চল প্রতিদিনের সদর দফতরের কর্মকর্তা সহ বরাক উপত্যকার নানা প্রান্তের প্রতিনিধিরাও। তিনি রেখে গেছে স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে সহ নাতি নাতনি।