২০-২১ ডিসেম্বর সালেপুর পাঠশালার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : গৌরবের সঙ্গে ৫০ বছরে পা দিল দক্ষিণ কাছাড়ের নতুন বাজার সংলগ্ন ১৩১৪ নং সালেপুর পাঠশালা। আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুদিন ব্যাপি বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে ১৩১৪ নং সালেপুর পাঠশালার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে। নরসিংহপুর শিক্ষা খণ্ডের অধীন এই ঐতিহ্যবাহী স্কুলটি গৌরবের সাথে ৫০ বছর অতিক্রম করতে চলেছে। এতদুপলক্ষে ইতিমধ্যে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠন করে দুদিন ব্যাপি বিভিন্ন কার্যসূচী হাতে নেওয়া হয়েছে।

রবিবার দুপুরে স্কুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কমিটির সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে কমিটির যুগ্ম সম্পাদক রাজেশ পাল অনুষ্ঠানসূচী তুলে ধরেন। এছাড়া প্রাক্তন ছাত্র-ছাত্রী তথা এলাকাবাসীকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান, স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্না নাথ ও প্রাক্তন ছাত্র ড. বিপ্লব নাথ। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মিল্টন নাথ, অভিজিৎ নাথ, অশোককুমার নাথ, বিশাল নাথ, কালিতোষ দাস, নন্দন নাথ, পার্থ ভট্টাচার্য, আশিষ নাথ, চিরঞ্জিত দাস, সহকারী শিক্ষিকা আরতি বানিয়া, জ্যোতি সাহা, নিবেদিতা নাথ প্রমুখ।

২০-২১ ডিসেম্বর সালেপুর পাঠশালার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান

Author

Spread the News