শ্রীভূমি জেলায় বিজয় দিবস উপলক্ষে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : রবিবার শ্রীভূমি জেলায় বিজয় দিবস উপলক্ষে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সরকারের যুবা বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের তথা শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীভূমি জেলার আকবরপুরস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এই পদযাত্রার সূচনা করা হয় এবং ৭ কিলোমিটার পথ অতিক্রম করে পদযাত্রা সুতারকান্দি স্থল বন্দর প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। ১৯৭১ সালের মুক্তি যুদ্ধে বীর সেনানীদের আত্ম ত্যাগ এবং বিজয় প্রাপ্তি উপলক্ষে এই দিবস পালন করা হয়েছে।
এদিন এই দিবস পালন উপলক্ষে আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক সভা অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ ইত্যাদি বিভাগের মন্ত্রী নন্দিতা গারলোসা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সঙ্গে রাজ্যের মীন, পশু পালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ মিশনরঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শ্রীভূমি পুরসভার সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব, ডিডিসি দীপক জিডুং, পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, শ্রীভূমি জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, বিজেপি দলের বিশ্বরুপ ভট্টাচার্য, ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের সচিব কৌশর জামিল হিলালী ও সঞ্চালক প্রদীপ তিমুং প্রমুখ অতিথির আসন অলংকৃত করেন।

সভায় দুই মন্ত্রী সহ বিশিষ্টজনেরা এই দিবসের উদ্দেশ্য ব্যাখ্যা করে পদযাত্রায় যোগদান করা সকলকে পদযাত্রায় যোগদান করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহ্বান জানান। এতে কৃষি বিজ্ঞান কেন্দ্রে গাছের চারা রোপন করেন। তারপর পতাকা নেড়ে এদিনের পদ যাত্রার সূচনা করেন মন্ত্রীদ্বয়। এই পদযাত্রায় মন্ত্রী নন্দিতা গারলোসা, সাংসদ মিশন রঞ্জন দাস, বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, পুলিশসুপার পার্থপ্রতিম দাস ও অন্যান্য বিশিষ্ট জন সহ কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার এএসএস ভলান্টিয়ার্স, এনসিসি ক্যাডার্স, নেহেরু যুব কেন্দ্র সংগঠনের অন্তর্গত বিভিন্ন ক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবী সংঘটনের সদস্য, খেলোয়াড়, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী সহ সর্ব স্তরের জনগণ অংশ গ্রহণ করেন। এই পদযাত্রা সুতারকান্দি স্থল বন্দর প্রাঙ্গণে পৌঁছে সেখানে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারপর মন্ত্রী সহ বিশিষ্টজনেরা মালেগড় সিপাহী বিদ্রোহের স্মৃতি সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখান থেকে ফিরে সবাই শ্রীভূমি শহরের ডাক বাংলো রোডের চমন লাল গুপ্তা স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানকারী ৮ জন ইউথ আইকনকে সংবর্ধনা জানানো হয়। এর মধ্যে শ্রীভূমি জেলার ৬ জন রয়েছেন সৌরভ দে, পলক কুরি, অভিরাম দাস, নিশিরঞ্জন দে, সুমি শর্মা ও শানওয়ার হোসেন রানা। পাশাপাশি কাছাড় জেলার অমরজিৎ সিনহা এবং হাইলাকান্দির এইচ সঙ্গীতা সিনহা।
