সাইবার অপরাধী সেলিম উদ্দিন গ্রেফতার
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : সাইবার অপরাধের মাধ্যমে বহু মানুষকে হয়রানি করা সেলিম উদ্দিন ওরফে সেলিমকে নগাঁও পুলিশ গ্রেফতার করেছে। সেলিম সংখ্যালঘু বৃত্তির অর্থ লুট করে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন, অতীতে নগাঁও জেলায় জাল আধার কার্ড তৈরি করে অনেক প্রতারণা করেছিলেন। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের (সিএসপি) মালিক সেলিমের জীবনধারা অনেক মানুষকে আকৃষ্ট করেছিল।
ব্যাঙ্কের সিএসপি-র নামে সেলিম সাইবার জগতে অনেক অপরাধ করেছে। সেলিম একটি ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো প্যান কার্ড দিয়ে ভুয়ো কর্পোরেট অ্যাকাউন্ট খোলেন। এ বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। কিন্তু ১১ ডিসেম্বর রাতে, নগাঁও পুলিশের অতিরিক্ত পুলিশসুপার জয়ন্তকুমার বরুয়ার নেতৃত্বে নগাঁও পুলিশের একটি দল জুরিয়ার সুতিরপার থেকে উত্তরপ্রদেশের অবনীশ কুমার, আদিত্য কুমার এবং বিহারের জ্ঞান প্রকাশ নামে তিন জন সাইবার অপরাধীকে গ্রেফতার করে। অভিযানে পুলিশ সেলিমের প্রধান সহযোগী বাহারুল ইসলামকেও গ্রেফতার করে। এর পরে পুলিশ সেলিমের কালো অধ্যায়টি ভেদ করতে সক্ষম হয়। এই চার অপরাধীর স্বীকারোক্তির ভিত্তিতে নগাঁও পুলিশ অভিযান চালায় এবং সলিম উদ্দিনকেও গ্রেফতার করতে সক্ষম হয়।
