বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ গঠনের অনুমোদন মন্ত্রিসভায়
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : মন্ত্রিসভা সম্প্রসারণের পর শনিবার রাতে কইনাধরের রাজ্য অতিথি ভবনে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার বৈঠকে সদ্য শপথ নেওয়া চার মন্ত্রীও উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া এক সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করেন।
রাজ্য মন্ত্রিসভা যে সিদ্ধান্তগুলি নিয়েছে তা হল: বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ গঠনের অনুমোদন।
শিলচর এবং গুয়াহাটিতে এর অফিস থাকবে।
তিনি যারা ক্রীড়া পেনশন পান তাদের বিনামূল্যে সিলিং অনুমোদন করেন।
রাজ্যের তিনটি ইথানল তৈরি শিল্পকে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত।
কারাগারে মৃত্যু হলে তার পরিবার আর্থিক সহায়তা পাবে।
একই অবস্থা জেলের ভেতরে বন্দিদের ক্ষেত্রেও মারামারি করে কেউ মারা গেলে ২ লাখ টাকা।
জেল কর্তৃপক্ষের হয়রানির কারণে মৃত্যু হলে ৩ লাখ টাকা।
কারা কর্তৃপক্ষ ও প্যারামেডিক্যাল টিমের গাফিলতির মামলায় ৪ লাখ টাকা।
আর বন্দি আত্মহত্যা করলে পরিবার পাবে ৩ লাখ টাকা।