ট্রুডোকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে সমস্ত শক্তি প্রয়োগ করব : জগমিত
২৩ ডিসেম্বর : ২০২৫ সালের অক্টোবরে কানাডায় পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার আগেই ক্ষমতা হারাতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর কারণ, ট্রুডোর গুরুত্বপূর্ণ মিত্র এবং নিউ ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) নেতা জগমিত সিং রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসাবে ট্রুডো সম্পূর্ণ ব্যর্থ। তাঁর আর ক্ষমতায় থাকার কোনও যুক্তি নেই। তিনি তাঁর সমস্ত শক্তি প্রয়োগ করবেন প্রধানমন্ত্রীর পদ থেকে ট্রুডোকে সরাতে।
ইতিমধ্যে ট্রুডোর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনারও হুঁশিয়ারি দিয়েছেন এনডিপির নেতা জগমিত। তিনি বলেছেন, ‘যে কেউ লিবারেল পার্টির নেতৃত্ব দিন না কেন, এই সরকারের সময় শেষ।’ এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর যা সবচেয়ে বড় দায়িত্ব, ট্রুডো সেই দায়িত্বপালনে ব্যর্থ। তিনি সাধারণ জনতার জন্য কিছু করেননি। তিনি যা কিছু করেছেন, ধনীদের মুখের দিকে চেয়ে। এনডিপি এই সরকারকে পদচ্যুত করতে ভোট দেবে এবং কানাডিয়ানদের এমন একটি সরকারের জন্য ভোট দেওয়ার সুযোগ দেবে, যা তাদের জন্য কাজ করবে।’ আগামী বছরের ২৭ জানুয়ারি কানাডার পার্লামেন্ট বসছে। সেই সময়েই এই অনাস্থা প্রস্তাব পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে, এহেন টালমাটাল অবস্থার মধ্যে শুক্রবার নিজের মন্ত্রীসভায় রদবদল করেছেন ট্রুডো। ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, মন্ত্রীসভায় অভিজ্ঞ সদস্যদের প্রায় এক তৃতীয়াংশ বদলে ফেলেছেন কানাডার প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে সরকারের বিরুদ্ধে জগমিত অনাস্থা প্রস্তাব আনার হুঁশিয়ার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই রদবদল করা হয়েছে। এই রদবদল গদি বাঁচাতে ট্রুডোর ঢাল হতে পারে কি না, সেটাই দেখার।