বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার কংগ্রেস ভবনের সামনে গণঅবস্থান পালন করলো অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। পরে তারা জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টরের নিকট তিন দফা দাবি সহ একটি স্মারকলিপি জমা দেয়।
কর্মসংস্থানের অনিশ্চয়তা ও আর্থিক দুরবস্থার কথা তুলে ধরে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মরত ডিডিটি কর্মীরা বছরে মাত্র পাঁচ মাস কাজ পান। এই সামান্য কর্মসংস্থানে তাঁদের পরিবার পরিজনের ভরণপোষণ ও স্বাভাবিক জীবনযাপন করা কার্যত অসম্ভব হয়ে উঠছে।
এছাড়া রাজ্যের রেগা শ্রমিকদের প্রতিনিয়ত বঞ্চনার শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করা হয়। তাদের দৈনিক মজুরি বৃদ্ধি ও বছরে ন্যূনতম ২০০ দিনের কাজ দেওয়ার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে উদাসীন বর্তমান সরকার— দাবি সংগঠনের। এর ফলে চরম আর্থিক সংকট, অনটন ও পারিবারিক কলহের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে রেগা শ্রমিকদের।
পাশাপাশি রাজ্যের মিড-ডে-মিল কর্মী ও আশা কর্মীদের এখনও নিয়মিত করা হয়নি বলেও সংগঠনের অভিযোগ। তারা উল্লেখ করেন, সরকার পরিবর্তনের পর বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হবে, যার আওতায় মিড-ডে-মিল কর্মী ও আশা কর্মীরাও থাকবেন। কিন্তু এত বছর পরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ।
এই তিন দফা দাবির দ্রুত নিষ্পত্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
এদিনের গণঅবস্থানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় সাহা, কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীসহ অন্য নেতৃবৃন্দ।


