কটনের প্রাক্তন পড়ুয়া ডেলিভারি বয়ের ওপর পুলিশের বর্বরোচিত আচরণ, বরখাস্ত
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : ফের প্রকাশ্যে এল অসম পুলিশের এক অফিসারের জঘন্য কর্মকাণ্ড। পেটের তাগিদে ডেলিভারি বয় হিসাবে কাজ করা এক ছাত্রের উপর আক্রমণ এক পুলিশের। এমনকি জনকল্যাণে স্লোগান দেওয়া অসম পুলিশের সাব-ইন্সপেক্টর, তরুণ ছাত্রটিকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
ঘটনা অনুযায়ী, শুক্রবার পানবাজার থানা অধীন ফ্যান্সিবাজারে জোম্যাটো সরবরাহের বিষয়ে ভুক্তভোগী যখন নো-এন্ট্রিতে প্রবেশ করে তখন পানবাজার পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভাগব বরবরা ছাত্রের বিরুদ্ধে আগ্রাসী হয়ে ওঠেন।
ওই যুবকের নাম জ্ঞানদীপ হাজরিকা, তিনি কটন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং কটন-এর অর্থনীতি বিভাগের স্নাতক। পিতৃহারা জ্ঞানদীপের বয়স ২১ বছর। বাড়ির অবস্থার দরুন পেটের তাগিদে মহানগরে জীবনসংগ্রাম করছিলেন মেধাবী জ্ঞানদীপ। ইতিমধ্যে পুলিশের ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্র প্রতাপ সিং এই ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ঘোষণা করেছেন। এবং তাৎক্ষণিক অফিসার বরবরাকে বরখাস্ত করেন।
এই বর্বরোচিত ঘটনার ব্যবস্থা নেবে কটন-এর প্রাক্তন ছাত্র। কটন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিটি কাউন্সিল প্রতিক্রিয়া জানায়, ছাত্রের ভুল হলে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু কষ্ট করে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের ওপর পুলিশের গুণ্ডাগিরি চলবে না বলে ক্ষোভ ব্যক্ত করেন প্রাক্তনীরা। পানবাজার পুলিশ পোস্টের সামনে কটনের শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হয়। কটনের ছাত্রটি অভিযুক্ত পুলিশ অফিসারের কাছে দিনের ১২টার আগে ক্ষমা চাওয়ার দাবি জানায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করতে হবে। এই আশ্বাস না দেওয়া পর্যন্ত হুঙ্কার কটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে।