শুক্রবার শ্রীভূমি সফরে আসছেন মন্ত্রী নন্দিতা
মোহাম্মদ জনি, শ্রীভূমি
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ, সংখ্যালঘু কল্যাণ এবং উন্নয়ন বিভাগের মন্ত্রী নন্দিতা গার্লোসা আগামীকাল ২৮ মার্চ, শুক্রবার করিমগঞ্জ জেলা সফরে আসছেন। তার এই সফর ঘিরে প্রশাসনিক মহলে ব্যাপক প্রস্তুতি চলছে।
সূত্রের খবর অনুযায়ী, আগামীকাল সকাল ১১টায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে তিনি এক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকে জেলার জনপ্রতিনিধি, উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানরা উপস্থিত থাকবেন। মূলত, জেলায় চলমান উন্নয়নমূলক প্রকল্প, ক্রীড়া ও যুব কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে অনুমান করা হচ্ছে।
এক বার্তাযোগে জেলা জনসংযোগ বিভাগ পক্ষ থেকে মন্ত্রী নন্দিতা গার্লোসার সফর এবং বৈঠকের বিষয়ে জেলার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানানো হয়েছে, যাতে তারা এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের খবর সংগ্রহ করতে পারেন।

