এনএম গুপ্ত ফুটবল : ফাইনালে মহামেডান স্পোর্টিং
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : ক্যাপ্টেন এনএম গুপ্ত ফুটবলে ফাইনালে স্থান করে নিল মহামেডান। আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ২-২ ড্র করে ফাইনালে জায়গা করে নেয় কলকাতার মহামেডান। শনিবার জেলা ক্রীড়া সংস্থার মাঠে খেলার ৫ মিনিটেই গোল করে মহামেডানকে এগিয়ে নেন এস টোপার মৈতেই। ১৯ পেনাল্টি থেকে গোল করে লালাওয়াম্মা আইজলকে সমতায় ফেরান। ১-১ সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিটের লড়াই। যোসেফ ৫৭ মিনিটে মহামেডানের গোলের সংখ্যা বাড়িয়ে দেন। তবে খেলার ৭৮ মিনিটে খেলা সমতায় ফিরে আসে। গোল করেন এলিসা লালচামলিয়ানা (পরিবর্তিত)। চাপের জোয়ার তুললেও গোল আর পায়নি আইজল। ফলে ড্র করে আসরকে বিদায় নেয় আইজল।
এ দিন খেলা পরিচালনা করেন দানিশ শাহ, প্রেম নার্জারি, বাবুল মোড়া ও নির্মল ভট্টচার্য। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পান আইজলের মিড ফিল্ডার লালরিনলুয়া