নীহারকে বাংলাদেশি বলে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে কংগ্রেস : মুখ্যমন্ত্রী
ধলাইয়ে প্রার্থী নীহাররঞ্জনের প্রচারে দু’টি জনসভা হিমন্তর___
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : কংগ্ৰেস ফের বাংলাদেশি বিষয় উত্থাপন করে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে। মঙ্গলবার ধলাইয়ে বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাসকে বাংলাদেশি বলে কংগ্রেসের অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী এ কথা বলেন। ওরা কীভাবে বলবে, কে বাংলাদেশি, কে বিদেশি। তিনি বলেন, কংগ্রেস বাংলাদেশিদের তৈরি করেছে। কংগ্রেস দেশভাগ করেছিল। কংগ্রেস সোনিয়া গান্ধীকে ইতালিয় বলছে না কেন? ওরা বাঙালিদের বাংলাদেশি বলে, বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাস যদি বাংলাদেশি হন তাহলে সোনিয়া গান্ধী ইতালিয়। ১৯৭১ সালের আগে বাংলাদেশ থেকে যারা এখানে এসেছেন তারা নির্যাতিত হয়ে এসেছেন। বাংলাদেশে বর্তমানে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন। ধলাই আসনে বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাসের জন্য দু’টি নির্বাচনী সমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী।
স্থানীয় বিএনএমপি উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং পালংঘাটের সিসিজেসি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেন তিনি। হিমন্ত বলেন, বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের কোনো ইস্যু নেই। তাই নীহাররঞ্জন দাসকে বাংলাদেশি বলে অসমের পরিস্থিতি উত্তপ্ত করতে চায়। বাংলাদেশিরা কারা, তা দেখার দায়িত্ব কংগ্রেসের নয়। এটা সরকারের দায়িত্ব। কংগ্রেসকে দুধ দেয় না এমন গরুর সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস এমন একটি গরু যে খাবার খেয়েও দুধ দেয় না। উল্টো বিজেপিকে দুধ দেওয়া জার্সি গাভী বলেছেন মুখ্যমন্ত্রী। ধলাইয়ের রাস্তা, ব্রিজ, কলেজসহ বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন তিনি। মুখ্যমন্ত্রী ধলাইয়ে ১৫ থেকে ২০ হাজার নতুন অরুণোদয় ঘোষণা করেন। তিনি বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাসকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচটি আসনের উপনির্বাচনে বিজেপি চারটি আসনে জয়ী হবে।