২০০ ফুট গভীরে বাস, মৃত বেড়ে ২২

৪ নভেম্বর : চল্লিশ জন যাত্রী নিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ল বাস। এখনও পর্যন্ত একাধিক শিশু সহ ২২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ভয়ঙ্কর দুর্ঘটনাটি উত্তরাখণ্ডের আলমোড়ায়।

জানা যায়, বাসটি কিনাথ থেকে রামনগর যাচ্ছিল। বাসের যাত্রীদের মধ্যে অধিকাংশই স্থানীয় বাসিন্দা ছিলেন বলে জানাচ্ছে পুলিশ। কুপের কাছে বাসটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উল্টে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। বর্তমানে ত্রাণকার্য তৎপরতার সঙ্গে চলছে।

সূত্রের খবর, ৪০ জন যাত্রী নিয়ে বাসটি গাড়োয়াল থেকে কুমায়ুনের দিকে যাচ্ছিল। আলমোড়ার (Almora) মারচুলার কাছে দুর্ঘটনাটি ঘটে। জেলাশাসক অলোককুমার পাণ্ডে জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছে বাসটি।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় সকল পদক্ষেপের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যাঁরা গুরুতর জখম, তাঁদের প্রয়োজনে আকাশপথে উড়িয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

২০০ ফুট গভীরে বাস, মৃত বেড়ে ২২
২০০ ফুট গভীরে বাস, মৃত বেড়ে ২২

Author

Spread the News