অনুসূচিত জাতিদের মধ্যে টিভি বিতরণ কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে শনিবার পাথারকান্দি ও লোয়ারপোয়ায় সরকারি বরাদ্দ অনুসূচিত জাতিদের মধ্যে টিভি সহ সামগ্রী বণ্টন করলেন। এদিন অনুসূচিত জাতির প্রায় শতাধিক সুবিধাপ্রামকের হাতে টিভি সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এ উপলক্ষে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের পাথারকান্দি ও লোয়ারপোয়ায় অসম সরকারের অনুসূচিত জাতি উন্নয়ণ বোর্ডের অধীন শ্রীভূমি জেলা কমিটির পক্ষ থেকে পৃথক পৃথকভাবে আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়। এনিয়ে বিধায়ক পাল বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এই সরকার রাজ্যের প্রতিটি ভাষাগোষ্ঠির জনগণকে সমহারে উন্নয়ণের প্ৰচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারি বরাদ্দকৃত টিভি, চেয়ার, টেবিলের মতো প্রয়োজনীয় সামগ্রীগুলো থেকে নিজেদের প্রাত্যাহিক জীবনযাত্রায় জনগণকে এর সুফল ভোগ করার আহ্বান জানান।
এ দিন পৃথক পৃথক সভায় সরকারি বিভাগীয় কর্মী সহ শ্রীভূমি জেলা কমিটির অনুসূচিত জাতি উন্নয়ণ বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, সদস্য মনোজ সূত্রধর, সমবায় সমিতির সচিব বিজয় বণিক, পান্না গোপ, বিজেপির পাথারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা, বিজেপির লোয়ারপোয়া মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী, প্রাক্তন জেলাপরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে, শ্রীভূমি জেলা কমিটির অনুসূচিত জাতি উন্নয়ণ বোর্ডের সদস্য লক্ষণ রবিদাস উপস্থিত ছিলেন।